DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

Astha Desk
জানুয়ারি ২৮, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা সদরের হাসপাতাল সড়কের টিঅ্যান্ডটি গেট সংলগ্ন শহর সমাজসেবা সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলের দিকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মানিকছড়িতে তার মৃত্যু হয়।

নিহত নুরুল কাদের চৌধুরী খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান বলেন, বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পথে বিকেলের দিকে মানিকছড়িতে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]