খাগড়াছড়িতে সাফল্যের তারকা ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ সনদ বিতরন
- আপডেট সময় : ০৫:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১০৩৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সাফল্যের তারকা ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ সনদ বিতরন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
“স্বাস্থ্য সম্পদ সুখ” এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে প্রো বেটার লাইফ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’র আয়োজনে খাগড়ছড়িতে সাফল্যের তারকা ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০জানুয়ারি) দুপুরের দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক ধীমান খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রথমে পরিবার, পরে সমাজ তারপর রাষ্ট্র। আমার ভিতরে সৃজনশীতা থাকবে, আমার ভিতরে মানবিক গুণাবলী থাকবে। আমার ভিতরে সবকিছু থাকবে। একজন মানুষ চাইলেই সবকিছুই পারে।
এ সময় জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, প্রো বেটার লাইফ প্রাইভেট লিমিটেড’র চেয়ারম্যান রনজ্যোতি চাকমা, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের উপ-পরিচালক জিতেন চাকমাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।























