মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলার কুবুতরছড়ায় ৫ম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে (১০)’কে ধর্ষনের অভিযোগে নিরুল হকের ছেলে শিপনকে আটক করেছে পুলিশ।
মামলার সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ শিপন তার ফুফাত বোনকে প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারন করেন। গত ১৯জুলাই/২১ ছাত্রীর বাবা-মা বাসায় না থাকার সুবাধে নুরুল হকের ছেলে শিফন ও কবুতরছড়ার মোঃ আশরাফ হোসেন এর ছেলে ওমর ফারুক তার বাড়িতে এসে তাকে প্রলোভন দেখিয়ে বাড়ির পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারন করে। সেই ভিডিওটি শিপন ও ফারুক তাদের বন্ধুদের দেখায়। এই খবরটি ছাত্রীর বাবা-মাকে জানায়।
বিষয়টি ছাত্রীর বাবা-মা অবগত হয়ে মেয়েকে জিজ্ঞাসা করে এবং মেয়ে তার বাবা-মাকে বিস্তারিত জানায়। পরে বাবা গুইমারা থানায় এসে অভিযোগ করলে কাল মঙ্গলবার রাঁতে গুইমারা থানার পুলিশ শিপনকে আটক করে।
এ বিষয়ে গুইমারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১)/৩০ ধারায় মামলা হয়েছে। মামলা নং ০৫।
গুইমারা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, অভিযুক্ত দুই আসামির মধ্যে ১ জনকে আটক করে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়েছে।