গঙ্গাচড়ায় ক্যান্সার ও কিডনী রোগীদের চেক বিতরণ
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে । ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজ সেবা কার্যালয়।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদ তামান্না সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ওবায়দুল্লাহ প্রমূখ।
গঙ্গাচড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।