কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের কাছে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন’সহ ৪টি বগি লাইনচ্যুত।একজন গুরতর আহত।
ভৈরব ময়মনসিংহ ট্রেনচলাচল বন্ধ।বিকাল ৪ টায় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে গচিহাটা স্টেশনে প্রবেশদ্বারে এসেই ইন্জিন সহ ৪ টা বগি লাইনচ্যুত হয়।এতে একজন গুরুত্বর আহত হয়।কিশোরগঞ্জের গচিহাটা রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টে।
আজ শনিবার বেলা ৪টা ১৫ মিনিটে সংঘটিত দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে সিগনাল–ত্রুটি,আবার কেউ কেউ ট্রেনচালককে সিগনাল না মেনে প্রবেশ, দুটি কারন ঐ দুর্ঘটনা ঘটছে বলে জানা যায় উৎসুক জনতা থেকে।এতে করে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাব ওয়াহিদুজ্জামান,তিনি বলেন,অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো হাজারো যাত্রী।গচিহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়া গচিহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান,
কিশোরগঞ্জ থেকে ফায়ারসার্ভিস সদস্যরা ও রেডক্রিসেন্ট সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।উৎসুক জনতা ভীড়ে ঘটনাস্থল ভরে ওটে।প্রত্যক্ষদর্শী একজন বলেন,কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ও বিজয় এক্সপ্রেস অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ হয়নি।
চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিলো। কিন্তু কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্টে চলে গেলে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।