গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু
অনলাইন ডেস্কঃদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৮ জন। একই সময় নতুন করে আরও ১ হাজার ২৯২ জন রোগী শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৪৮০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।