গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু
অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ১৩ জন। একই সময় নতুন করে আরও ১ হাজারে ৩৫৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।