সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুইটি খান জিনিয়া (৩০) নামের এক স্কুলশিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১১ অক্টোবর) বিকেলে উল্লাপাড়ার পৌর শহরের কলেজ পাড়া মহল্লার নিজ বাড়িতে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। জিনিয়া এলাকার সানফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলশিক্ষিকার আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় রাখা হয়েছে।
যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কী আন্দোলন করবে: তথ্যমন্ত্রী
তিনি আরও জানান, সোমবার (১২ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।