DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবার ভেটো দিলো যুক্তরাষ্ট্র

Doinik Astha
ডিসেম্বর ৯, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা প্রস্তাবে আবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত ছিল। সংযুক্ত আরব আমিরাতের করা খসড়া প্রস্তাবনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন দূত রবার্ট উড বলছেন, যুদ্ধবিরতির প্রস্তাবের খসড়া তৈরি ও ভোটাভুটির প্রক্রিয়াটি খুব দ্রুত করা হয়েছে এবং এতে উপযুক্ত পরামর্শেরও অভাব ছিল। তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমাদের করা সব সুপারিশ খসড়াতে আনা হয়নি। ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের আকস্মিক হামলার কথাই খসড়ায় আনা হয়নি।

এদিকে গাজায় সংঘাত থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানাস্কি বলেন, জাতিসংঘের এমন নিষ্ক্রিয় ভূমিকার কারণে গাজার সংঘাত আরও তীব্র রূপ ধারণ করছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর ভোটাভুটির এই উদ্যোগ নেওয়া হয়। এর আগে গুতেরেসে জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ প্রয়োগের বিরল পদক্ষেপ নেন। তারপর নিরাপত্তা পরিষদে গাজা ইস্যুতে ভোটাভুটির আয়োজন করা হলো।

গত বুধবার (৬ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেন, ইসরায়েল ও গাজার সংঘাতময় পরিস্থিতি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিকে আরও প্রকট করে তুলতে পারে।

এর আগে গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে পাঁচবার ভোটাভুটি হয়েছে। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ নিতে পারে পরিষদ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১