গাজীপুরে কভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কা নিহত ১, আহত ৪
- আপডেট সময় : ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / ১০৫৮ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় থেমে থাকা কভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার ভোরে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই সোহাগ চৌধুরী।
নিহত সাইমুন ইসলাম (৩৭) নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহাড়ী এলাকার শামসুল আলমের ছেলে। তিনি অটোরিকশাটির চালক ছিলেন।
এসআই সোহাগ জানান, চান্দনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে কোনাবাড়ি এলাকায় অটোরিকশাটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থেমে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায়।
“এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সাইমুন মারা যান। আহত হন অটোরিকশায় থাকা চার যাত্রী। ”
তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
























