DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে যুবলীগ নেতার দখলে থাকা কোটি টাকার বনভূমি উদ্ধার

DoinikAstha
এপ্রিল ২০, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

গাজীপুরে যুবলীগ নেতা কাইয়ুম সরকারের দখল থেকে কোটি টাকা মূল্যের এক একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। ওই বনভূমিতে মাছের খামার গড়ে তুলে ছিলেন তিনি।

মঙ্গলবার সকালে ভেকু দিয়ে মাছের খামার মাটি ভরাট করে বন বিভাগ। ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজল তালুকদার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ভবানীপুর বিটের বারুইপাড়া মৌজার সিংড়াতলী এলাকায় সিএস-১৮ এবং আরএস ১০০, ১০১, ১১১ ও ১৬০ দাগের বনের জমিতে পুকুর কেটে মাছের খামার নির্মাণ কাজ শুরু করেন কাইয়ুম সরকার। তিনি গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। প্রাথমিক পর্যায়ে সীমানা নির্ধারণ ব্যতীত পুকুর খনন করায় বাধা দেন ভবানীপুর বিট কর্মকর্তা।

কর্ণপাত না করে ক্ষমতার দাপট দেখিয়ে ৬টি পুকুর নির্মাণ কাজ চালিয়ে যায়। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ওই জমি উদ্দার করে গাছের চারা লাগিয়ে দেওয়া হয়। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজার মূল্য অন্তত এক কোটি টাকা।এই ঘটনায় তাঁর বিনুদ্ধে বন আইনে মামলা হবেও বলে জানান তিনি।

এ ব্যাপারে যুবলীগ নেতা কাইয়ুম সরকার জানান, তিনি বনের কোনো জমি দখল করেননি। ওই মৌজায় তার ১৫ বিঘার মতো জমি আছে। জমির সঙ্গে বন বিভাগের জমিও রয়েছে। দুই বছর ধরে ঘুরলেও বন বিভাগ সীমানা নির্ধারন করছে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪