গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে, যুবক গ্রেফতার
- আপডেট সময় : ১১:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১০৮৩ বার পড়া হয়েছে
খুলনায় এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় মোস্তাক মিস্ত্রী নামের এক যুবক। এ অভিযোগে ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় আসামি মোস্তাক মিস্ত্রীকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক মোস্তাক মিস্ত্রী পাইকগাছা উপজেলার গদাইপুরের চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে।
গৃহবধূকে বিবস্ত্র নির্যাতন: ঘটনায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মামলা এজাহার সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার চেঁচুয়া গ্রামের এ গৃহবধূকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোস্তাক বিভিন্ন সময়ে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে মোস্তাক ওই নারীকে ধর্ষণ করে এবং তা মোবাইলে ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ওই নারী বাদী হয়ে গত ১০ জুন মোস্তাকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই এসএম পলাশ হোসেন আসামি মোস্তাক মিস্ত্রীকে নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।















