DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৯শে মে ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২৯শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে শিশুর হাতে শিশু খুন

Astha Desk
আগস্ট ২১, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

গোবিন্দগঞ্জে শিশুর হাতে শিশু খুন

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে বাড়ির উঠানে খেলার সময় ইমান আলী (৭) নামের এক শিশুর ছুরিকাঘাতে হোসেন আলী (৬) নামের অপর এক শিশু আহত হয়ে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা দিকে সে মারা যায়।

আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে হোসেন আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হোসেন আলী ময়নুল ইসলামের ছেলে এবং শালমারা সরকারি প্রাথমিক বিদ্যায়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঈমাণ আলী উপজেলার শালমারা ইউনিয়নের মিরা পাড়া গ্রামের গোলজার রহমানের পুুত্র এবং স্থানীয় একটি মাদ্রাসারতৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, শনিবার (১৯ আগস্ট) মিয়াপাড়া গ্রামের গোলজার রহমানের ছেলে ইমান আলীর সঙ্গে হোসেন আলী বাড়ির উঠানে খেলছিল। এসময় ইমান আলীর হাতে থাকা একটি ছুরি হোসেন আলীর মুখমন্ডলে আঘাত লাগে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসেবা দেওয়ার এক পর্যায়ে সোমবার হোসেন আলী মারা যায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, আজ দুপুরে শিশু হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২