শিরোনাম:
চকবাজার মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ড
Astha DESK
- আপডেট সময় : ১২:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম চকবাজার মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম চকবাজার এলাকায় শপিং সেন্টার মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দোকানদার দোকান খোলার সময় হঠাৎ করে মার্কেটের এক পাশ থেকে আগুনের ধোঁয়া আসতে থাকলে দোকানদাররা মার্কেট থেকে বের হয়ে এসে চিৎকার করলে আশাপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাবার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
চকবাজার ফায়ার সার্ভিসের সিভিল সার্জন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থলে চলে আসি এবং দুটি ইউনিট আগুন নেভাতে স্বার্থক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগুনের নিয়ন্ত্রণের পর জানা যাবে ক্ষয় ক্ষতির পরিমাণ।













