DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত

Astha Desk
জানুয়ারি ৩০, ২০২৪ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে ট্রাকচাপায় মোঃ আনোয়ার পারভেজ নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ বসর ও মোহাম্মদ আজিম নামে আরও দুই জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৬ টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার পারভেজ আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।

পারিবারিক সূত্র জানিয়েছে, কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত সকালে ডিউটিতে যাচ্ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‌দুর্ঘটনার খবরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নিহত যুবকের লাশ এরই মধ্যে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]