DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চীনের রাস্তায় নামছে চালকবিহীন রোবোট্যাক্সি

DoinikAstha
জানুয়ারি ৩১, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি ডেস্কঃ

চীনের রাস্তায় নামছে চালকবিহীন গাড়ি। এখন চাইলেই ঢাকা যাবে চালকবিহীন এই রোবোট্যাক্সি। অনেক পরীক্ষা-নিরিক্ষার পর ‘অটোএক্স’ নিয়ে এসেছে চালকবিহীন এই পরিবহন সেবা।

চীনের শেনজেন অঞ্চলে এরইমধ্যে শুরু হয়েছে পাইলট কর্মসূচি। আর এই কর্মসূচিতে যোগ দিতে হলে আগ্রহীদেরকে প্রথমে সাইন আপ করে নিতে। এরপর সদস্য ক্রেডিট কার্ড ব্যবহার করে নেওয়া যাবে এই সেবা।

চালকবিহীন গাড়িটি মূলত পরিবর্তিত ‘ক্রাইসলার প্যাসিফিয়া’। ব্যবহারকারীর সামনে কোনো চালক ছাড়াই এসে হাজির হবে গাড়িটি। তারপর তাকে নিয়ে পৌঁছে দেবে গন্তব্যে।

অটোএক্স এক ডেমো ভিডিওতে দেখিয়েছে, তাদের চালকবিহীন গাড়ি কিভাবে রাস্তায় চলে এবং ট্রাফিক সিগনাল মেনে চলে। চালকবিহীন গাড়িটি আশপাশের পরিবেশ বুঝতে ‘লাইডার’, ‘রেডার’ এবং ‘ব্লাইন্ড স্পট সেনসিং’ প্রযুক্তির সমন্বয় ব্যবহার করে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, পুরোপুরি চালকবিহীন রোবোট্যাক্সি গোটা বিশ্বে এখনও দুর্লভ। এ ধরনের গাড়ি রাস্তায় পুরোদমে চালু হওয়ার আগে পরিশোধিত প্রযুক্তি ও আপডেটেড নীতিমালার সমন্বয়ের প্রয়োজন পড়বে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬