রোববার(২৭ সেপ্টেম্বর) সকালে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির ভেতরে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরো একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খনির ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হওয়ায় আটকা পড়ে থাকা শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত দূর্ঘটনার সঠিক কারন জানা যায়নি বলে কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়।
আরও প্রড়ুনঃ আফগান সরকারের সাথে আলোচনায় তালেবানের শর্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই ঘটনার কারণ অনুসন্ধান চলছে। চোংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সোংজাও নামে যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে সেটি চীন সরকারের জ্বালানি বিভাগের আওতায়।
উল্লেখ্য, চীনে খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজু প্রদেশে এক খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান ১৪ জন শ্রমিক। অন্যদিকে ২০১৮ সালে চোংকিংয়ে খনিতে এক দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হয়। একই বছরের অক্টোবরে শানডং প্রদেশে একটি পাথরের খনিতে ২১ শ্রমিক প্রাণ হারান।