DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চোখের মায়াতে নজর কাড়লেন শ্রীদেবী কন্যা

News Editor
নভেম্বর ১০, ২০২০ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

চোখের মায়াতে নজর কাড়লেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তিনি যেন ফিরে গেলেন ৫০-এর দশকে। ধড়ক, গুঞ্জন সাক্সেনা-র পর এই মুহূর্তে শুটিং না করলেও, নিজের ফ্যাশনিস্তা ইমেজ দিয়ে মন কাড়লেন দর্শকদের। জাহ্নবী কাপুরের ৫০র দশকের ইমেজ যখন ভক্তদের চোখে পড়ল, তখন তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। যেখানে কখনো নীল রঙের শাড়িতে আবার কখনো টানা টানা কাজল ভরা চোখের মায়াতে কুপোকাত হয়ে যান নেট জনতা। ৫০-এর দশকের সাজে কেমন লাগছে জাহ্নবীকে, তা প্রকাশ্যেই কমেন্ট করে জানাতে শুরু করেন ভক্তরা।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

শ্রীদেবী-কন্যা যে বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা হয়ে উঠছেন, তা প্রায় স্পষ্ট করে দেন অভিনেত্রী। জাহ্নবীর ছবি দেখে আথিয়া শেঠি থেকে শুরু করে পাকিস্তানি অভিনেত্রী সজয় আলি, প্রত্যেকে ভালো লাগা প্রকাশ করেন।

শ্রুতি হাসান স্কুলজীবনে ছদ্মনাম ব্যবহার করতেন

এদিকে, গুঞ্জন সাক্সেনার পর জাহ্নবী এই মুহূর্তে কোন শ্যুটিং নিয়ে ব্যস্ত, সে বিষয়ে কিছু জানা যায়নি।

‘সুপারওম্যান’ বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

ফ্ল্যাট জুতাতেও রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

মেরুদণ্ডে সমস্যাসহ পায়ের হাড়ক্ষয়ের মতো সমস্যা হয় হিল জুতো পরলে। তবে জানেন কি? এ কারণে অনেকেই ফ্ল্যাট স্যান্ডেল বা জুতো পরেন। তবে জানলে অবাক হবেন, ফ্ল্যাট স্যান্ডেল বা জুতারও রয়েছে কিছু স্বাস্থ্যঝুঁকি।
যা হয়তো আপনি জানেন না। আজকে জেনে নিন সবসময় ফ্ল্যাট জুতো ও স্যান্ডেল পরার অজানা কিছু স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে-

ফ্ল্যাট জুতো পড়লে পা মাটি, পানি বা রাস্তার খুব কাছাকাছি থাকে। এতে করে খুব সহজেই পায়ের নখ এবং আঙুল ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে। খুব সহজেই পায়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে। সুতরাং একেবারে ফ্ল্যাট জুতো পড়ার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করুন। অন্তত বর্ষাকালের সময়টাতে।

দীর্ঘদিন ধরে পাতলা সোলের জুতো পরার ফলে পায়ের পাতার স্থায়ী ক্ষতি হতে পারে। হ্যামার টো নামক সমস্যা অর্থাৎ পায়ের পাতা বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা ফ্ল্যাট জুতো পরার কারণেই মূলত হয়ে থাকে।

ফ্ল্যাট জুতো পড়লে পায়ের পুরো পাতার উপরেই চাপ পড়ে। এতে সামনে চাপ কিছুটা কমলেও পায়ের পেছনের অংশের উপরেই চাপটা বেশি পড়ে থাকে। এতে ক্ষতিগ্রস্ত হয় হয় পেশি।

পায়ের পাতা ছড়িয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয় ফ্ল্যাট জুতোর ব্যবহারে। আপনি যখন ফ্ল্যাট জুতো পরেন তখন পা ফেলার সময় পুরো পায়ের পাতা সমানভাবে পড়ে। ব্যাল্যান্স ধরে রাখার জন্য পায়ের পাতা যতোটা সম্ভব ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ফ্ল্যাটজুতো ব্যবহারের কারণে পায়ের আকৃতি নষ্ট হয়ে যায়।

সারাদিন হাঁটাচলা করতে হলে অনেকেই ফ্ল্যাট জুতো বেছে নেন। তবে আমরা যখন সারাদিন হেঁটে বা দাঁড়িয়ে কাজ করে থাকি তখন হাঁটাহাঁটি করার ফলে আমাদের পায়ের পাতা পা পায়ের তলার সাথে এই ফ্ল্যাট জুতোর ঘর্ষণ বেশি হয় এবং পায়ের পাতার তালুতে জ্বলুনি ও ফোসকার সৃষ্টি হয় যা খুবই যন্ত্রণাদায়ক।

তাই একেবারে ফ্ল্যাট স্যান্ডেল বা জুতো না পড়ে সাধারণ দেড় থেকে দুই ইঞ্চির হিল জুতো পড়ুন। আর দীর্ঘক্ষণ ফ্ল্যাট না পড়ে জুতো ঘুরিয়ে ফিরিয়ে পরার অভ্যাস করুন। পায়ের যত্নে একটু সতর্ক হোন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।