DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

‘চ্যাট হিস্ট্রি’ টেলিগ্রামে আনা যাবে হোয়াটসঅ্যাপের

DoinikAstha
জানুয়ারি ২৯, ২০২১ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি ডেস্কঃ

হোয়াটসঅ্যাপসহ অন্য অ্যাপ থেকে কথোপকথনের ইতিহাস ট্রান্সফার করার একটি ফিচার চালু করেছে টেলিগ্রাম।হোয়াটসঅ্যাপ তাদের মালিকানাধীন ফেইসবুক কোম্পানির সঙ্গে ডেটা শেয়ারের পলিসি আপডেট করার পর অনেক মানুষ টেলিগ্রাম ডাউনলোড করেন।

টেলিগ্রামের দাবি, তাদের ২৫ মিলিয়ন নতুন ব্যবহারকারী বেড়েছে। যার কারণে তারা ৫০০ মিলিয়ন ব্যবহারকারী হওয়ার দিকে এগিয়ে গেছে।টেলিগ্রামের মতো সিগন্যাল অ্যাপেও অনেক মানুষ চলে গেছেন। এই অ্যাপটি তুলনামূলক বেশি নিরাপদ।টেলিগ্রাম বলছে, হোয়াটসঅ্যাপের পুরোনো হিস্ট্রি নতুন ফিচারের মাধ্যমে মাইগ্রেট করা যাবে।

আইওএস থেকে চ্যাট ট্রান্সফার করতে হোয়াটসঅ্যাপের ‘Contact Info’ অথবা ‘Group Info’ পেজে যেতে হবে। তারপর ‘Export Chat’ ট্যাপ করে শেয়ার মেন্যু থেকে টেলিগ্রামে গেলেই হবে।

হোয়াটসঅ্যাপ মূলত আগে থেকেই ফেইসবুকের সঙ্গে ডেটা ভাগাভাগি করে। ফেইসবুক কোম্পানি অ্যাপটি কিনে নেয়ার পর থেকেই এটি করা হয়।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ যে ঠিকঠাক কাজ করছে এটি নিশ্চিত হতেই তারা ডেটা শেয়ার করে। দুটি সাইট একসঙ্গে মার্জ করায় এটি তাদের করতে হচ্ছে। এই ডেটা বিশ্লেষণ করে তারা ফেইসবুকে বিজ্ঞাপনও দেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।