DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৮ই মার্চ ২০২৫
ঢাকামঙ্গলবার ১৮ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী

Astha Desk
মার্চ ১৮, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী

রংপুর প্রতিনিধিঃ

১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ব্যবসায়ী অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক সোয়েবুর রহমান এ আদেশ দেন।

এর আগে চাঁদাবাজি মামলার আসামি অমিত বনিককে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমানের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী মাহফুজার রহমান আদালতের কাছে আসামি অমিত বনিককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বলেন, এ ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত সেই তথ্য উদঘাটন করার জন্য রিমান্ড মঞ্জুর করার আবেদন জানান।

এদিকে ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী অমিত বণিকের পক্ষে বিএনপি ও জামায়াতের শীর্ষ আইনজীবী ও প্রভাবশালী নেতাদের শুনানিতে অংশ নেয়।

এদিকে রিমান্ডের বিরোধিতা করে আসামির পক্ষে বিএনপি ও জামায়াতের প্রথম সারির আইনজীবীসহ ২৫ জন শুনানিতে অংশ নেন। বিচারক শুনানি শেষে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সফি কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে বলেন, পুরো বিষয়টি জেনে সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে মামুন হত্যাচেষ্টার মামলার আসামির তালিকা থেকে রংপুরের আওয়ামী লীগ নেত্রী ও ব্যবসায়ী লিপি খানের নাম বাদ দেওয়া ও তাকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ ম্যানেজ করার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় লিপি খানের ম্যানেজার পলাশ বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন। গত ১৪ মার্চ অমিত বণিককে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ৪:২৬
  • ৬:১১
  • ৭:২৪
  • ৬:০৭