DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবি নিহত

DoinikAstha
মে ১০, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবি নিহত হয়েছেন।

রোববার (০৯ মে) রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত দম্পতির নাম আলমগীর হোসেন (৩২) এবং মোর্শেদা বেগম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা নিয়ে চাচাতো ভাই ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া বাধলে রাসেল মিয়া আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন। এসময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম ফেরানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করেন রাসেল। গুরুতর আহত দুইজনকে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দুজনকেই মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]