DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে জেঁকে বসেছে শীত, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

Abdullah
জানুয়ারি ১৬, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে জেঁকে বসেছে শীত, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

এই তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। গত কয়েকদিন থেকে বাতাসের সঙ্গে হাড়কাপানো শীত জেলার সর্বত্র জেকে বসেছে। কুয়াশার সাথে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ।

শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক রহমান গুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

গত কয়েকদিন থেকে দেখা মিলছেনা সুর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমুল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে। তবু জীবিকার তাগিতে ছুটছেন তারা।

উচনা এলাকার মাহফুজার রহমান দৈনিক আস্থা কে বলেন, সকাল থেকে তীব্র শীতের মধ্যে বাড়ি থেকে বের হওয়ায় মুশকিল হয়ে গেছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কিন্তু আমাদের তো করার কিছু নেই। জীবিকার তাগিদে বের হতেই হবে।
কৃষক ওইদুল মিয়া বলেন, অনেক বাতাস আর শীত এতে কাজ খুব কম পাওয়া যায়।
এ জেলায় আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রী সেলসিয়াস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১