জান এর কথা সুর ও সংগীত আয়োজনে আসছে তিথি’র চোখের আড়াল
- আপডেট সময় : ০৪:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ১১৮০ বার পড়া হয়েছে
জান এর কথা সুর ও সংগীত আয়োজনে আসছে তিথি’র চোখের আড়াল
তরুণ গায়িকা কানিজ রুমকি তিথি’র মৌলিক গান চোখের আড়াল শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে Ron’s Rock এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন সিয়াম সরকার জান পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত আয়োজন সিয়াম সরকার জান নিজেই করেছেন।
এ প্রসঙ্গে তিথি বলেন, গানটি আমার খুব ভালো লেগেছিলো যেদিন সিয়াম সরকার জান ভাই আমাকে গানটি শোনায়। তো সেভাবেই গানটি করা আমার নিজের কাছেও ভালো লেগেছে গানটি গাইতে পেরে। আশা করি ভালো কিছু হবে।
সিয়াম সরকার জান বলেন, আমি আসলে একজন শিল্পী হওয়ারই চেষ্টা করছি। আমি কোনো পেশাদার মিউজিক ডিরেক্টর না। আমি বা আমাকে দু একজন মানুষ যারাই চেনে গীতিকার হিসেবে চেনে। তো ইদানিং মিউজিক ডিরেকশন দিচ্ছি ভালোই লাগছে নিজের কাছে। কিভাবে যে কি হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না।
তো বোদ্ধা যারা আছেন আমার মিউজিকের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তিথি আপা খুব ভালো গেয়েছে আশা করি সামনে আরো ভালো গাইতে পারবে এবং আমরা একসাথে আরো অনেক কাজ করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে Ron’s Rock এর কর্ণধার রনি ভাই আমার জন্য খুবই সাপোর্টিভ ভূমিকা পালন করছে।
মিউজিকে সে আমাকে অনেকটা সাপোর্ট করছে যেটা হেবি রেয়ার। আমার মনে হয় ভালো কিছু করতে পারবো । এটুকুই প্রত্যাশা। জয় হোক বাংলা গানের। লাভ উইল কিপ আস এলাইভ।
চোখের আড়াল শিরোনামের এই গানটি মিউজিক ভিডিও সহ প্রকাশ হবে Ron’s Rock এর ইউটিউব ও অন্যান্য প্লাটফর্মে। গানটির গান চিত্র নির্মাণ করেছেন ইরকে মানিক এবং আয়োজকের ভূমিকা পালন করেছেন স্বপন খান। গানটি শুনতে পাবেন খুব শীঘ্রই।






















