DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে রাসেল হত্যা মামলায় দুইজন’র মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

News Editor
সেপ্টেম্বর ২৭, ২০২০ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে ইসলামপুরে রিক্সাচালক রাসেল হত্যা মামলায় দু ভাইয়ের মৃত্যুদণ্ডসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।মৃত্যুদণ্ড প্রাপ্ত হলো ভুট্টু (৩২) ও খালেক (৪২) ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়া গ্রামের বুদুর ছেলে।এবং যাবজ্জীবন অপর সাতজন হলো ওই গ্রামের মৃত ছাইর উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৩০)শাহাদুল্যার ছেলে বিদ্যুৎ (২৫) মৃত গাদুর ছেলে রশিদ (৪৫), কাশি (৫০) ও লাল মিয়ার ছেলে জহিরুল (৩০), ও বাবুল (২৫) শাহাদুল্যার ছেলে বিদ্যুৎ (২৫)। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন :কোকেন-হেরোইন সংগ্রহ মামলায় চয়েজ রহমানের জামিন স্থগিত 

মামলায় জানা যায়,নিহত রাসেল আসামিদের সাথে ২০০৭ সালের কোরবানি ঈদের দিনবেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। ওইদিন রাসেল তার রিক্সা বিক্রি করে আসামিদের সাথে জুয়া খেলেন। জুয়ায় তার রিক্সা বিক্রির সমস্ত টাকা ও মোবাইল হাতছাড়া হয়ে যায়। জুয়ায় হেরে গেলে আসামিদের সাথে রাসেলের ঝগড়া হয়।

২০০৭ সালের ২৬ ডিসেম্বর জুয়ায় হেরে যাওয়া নিয়ে পুনরায় তাদের মধ্যে ঝগড়া হলে পরদিন রাতে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে আসামিরা। তার পরদিন সকালে স্থানীয় আঁখ ক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ।সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার দুপুরে দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন ঘাতক দু ভাই ভুট্টু ও খালেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ডাদেশ দেন। যাবজ্জীবনপ্রাপ্ত অপর সাত আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০