DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে শহরের এক রাতেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৬

News Editor
অক্টোবর ২৫, ২০২০ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

রকিব হাসান নয়ন, জামালপুর প্রতিনিধি : এক রাতেই জামালপুর শহরের বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ছয় জন মারাত্মকভাবে আহত হয়েছেন। জেলা শহরের বৃদ্ধি পেয়েছে ছিনতাইকারী চক্র , আতঙ্কে রয়েছেন শহরের লোকজন । শনিবার (২৪ অক্টোবর) রাত ১১ টা থেকে ৩ পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ঘটে এ ঘটনা। রাতেই শহরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়,শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় পৌর এলাকার কাজীর আঁখ গ্রামের মৃত ময়দান আলীর ছেলে ব্যবসায়ী আনিস (৪০)কে শহরের ফায়ার সার্ভিসের সামনে, পাথালিয়া গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে অটোচালক আব্দুল মজিদ (৪৫)কে আইন কলেজের সামনে, মৃত আমজাদ হোসেনের ছেলে রিক্সচালক রঞ্জু (৩৫)কে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে ছিনতাইকালে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। বুকে, পিঠে ও হাতে গুরুতর জখম হওয়ায় তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই তিনটি ঘটনা ছাড়াও বিভিন্ন স্থানে ছিনতাইকারীর কবলে আরও তিনজন আহত হয়েছেন।
তাদের মধ্যে ফরহাদ আলী ও সুইটের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আটককৃতরা হলো শহরের শেখের ভিটা এলাকার জহিরুল হকের ছেলে নুরে আলম সিদ্দিকী (১৯), পাথালিয়া এলাকার নুরুন্নবীর ছেলে মোহাইমিনুল ইসলাম সজিব (২০), পাথালিয়া পশ্চিম পাড়া এলাকার আশরাফুলের ছেলে আরেফিন ইসলাম (১৮) ও বগাবাইদ এলাকার মৃত খন্দকার সাইফুলের ছেলে খন্দকার ফাহিম (১৮)।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, শহরের ছিনতাইকারী চক্র বৃদ্ধি পেয়েছে , ছিনতাইকারীদের আটক করতে অভিযান চলছে ।
ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮