জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজেন পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (৯আগষ্ট) দুপুরে জেলা শহরের জিরো পযেন্টে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ আদিবাসী সংঘের জয়পুরহাট জেলা শাখা, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘের জয়পুরহাট জেলা শাখাসহ বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন কর্মসূচী চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কার্ত্তিক পাহান, বাংলাদেশ আদিবাসী সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বচ্চু চন্দ্র মাহাতো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি শ্যামল কুমার শাহা, স্থানীয় কমিউনিষ্ট পার্টির নেতা বদীউজ্জামান বদি প্রমুখ।
এ সময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীর জন্য আলাদা ভূমি কমিশন গঠন, জাতীয় সংসদে সমতলীয় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা গ্রহন, আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় গঠন, উচ্চ শিক্ষা ও চাকুরিতে ৫% কোটা পূনর্বহালসহ ১০ দফা দাবি তুলে ধরেন।
পরে বিকালে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা শেষে আদিবাসী শিলঈদের পরিবশেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠিান পরিবেশশিত হয়।