জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামি আটক
- আপডেট সময় : ১০:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১০৫২ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামি আটক
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পী সওদাগরকে (৪৩) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার (২জুলাই) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাপ্পী সওদাগর ধর্ষণ মামলার আসামি ছিলেন।
তিনি আরও বলেন, মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৮ সালে ২৯ এপ্রিল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা তিনি স্বীকার করেন।
মামলার পর থেকে পলাতক জীবনযাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আদালত বাপ্পী সওদাগরকে যাবজ্জীবন সাজা দেন। সেই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

















