জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল ইসলামকে (২৬)কে আটক করেছে র্যাব। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতরাতে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়।আটককৃত আনারুল সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, ২০২১ সালের ০৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে জামিন নেওয়ার পর থেকে আনারুল পলাতক ছিলেন।
এরপর ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আসামি আনারুলকে যাবজ্জীবন সাজা দেন। রায় হওয়ার পর র্যাব আনারুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।