DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ

Astha Desk
জুলাই ১, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে ৪ জন দগ্ধ হয়েছে ও নিখোঁজ রয়েছেন ৪ জন। আজ শনিবার (১লা জুলাই)) দুপুর ২টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামে জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে ডিপোতে তেল খালাস করা জন্য আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় বিকট বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লাগে। এসময় জাহাজের শ্রমিক ৪ জন দগ্ধ হয়েছে ও নিখোঁজ রয়েছেন ৪ জন।

আহতরা হলো-শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। গুরুতর দগ্ধ ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আর ২ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছে জাহাজের ৪ কর্মচারী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০