DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির সেই বিতর্কিত জেলারকে তাৎক্ষনিক বদলি

Abdullah
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির সেই বিতর্কিত জেলারকে তাৎক্ষনিক বদলি

স্টাফ রিপোর্টারঃ

কারাবন্দী স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিনিময়ে নারীকে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগে ঝালকাঠি জেলা কারাগারের জেলার আক্তার হোসেন শেখকে স্ট্যান্ড রিলিজ করে বরিশাল কারা উপ-মহাপরিদর্শকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠির কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) মিলন চাকমা গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলারকে স্ট্যান্ড রিলিজ করে ঝালকাঠি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট কারা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের ডিআইজি প্রিজন ও ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্র মতে জানা যায়, ওই নারীর স্বামী একটি মামলায় ২৯ জুলাই থেকে ঝালকাঠি জেলা কারাগারে রয়েছে। তার সঙ্গে দেখা করার জন্য অসংখ্যবার জেল গেটে গেলেও দেখা করতে দেয়নি কারাগারের জেলার।

পরে জেলের এক কর্মচারীর পরামর্শে জেলার আক্তার হোসেন শেখের সরকারি নম্বরে ফোন করে স্বামীর সঙ্গে দেখা করার বিষয়টি জানায়। পরবর্তীতে জেলার তার স্বামীর সঙ্গে দেখার ব্যবস্থা না করে ওই নারীর ব্যক্তিগত মোবাইল নম্বর চেয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিয়ে সময় কাটাতেন। এক পর্যায়ে জেলার ওই নারীর নলছিটির বাড়িতে এসে একসঙ্গে রাত কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। এতে রাজি না হওয়ায় তার স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি স্বামীকে জেলের ভেতরে শাস্তি দেবেন বলেও ভয়ভীতি প্রর্দশন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১