বিশ্ব মশা দিবসে টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে দুই গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
আজ বিশ্ব মশা দিবস। আহ রবিবার (২০ আগস্ট) এ দিবসেই টাঙ্গাইলে মির্জাপুরের কুমুদিনী হামপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগী মারা গেছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলো, দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের গৃহবধূ লাভলী আক্তার (৩৮) ও একই উপজেলার দেলুয়াখাদি গ্রামের গৃহবধূ রেজিয়া বেগম (৪০)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে এ পর্যন্ত মোট চার জন মৃত্যুবরণ করেছেন।
সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই গৃহবধূ মারা গেছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে এ পর্যন্ত মোট চার জন মারা গেলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।