DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আমের কেজি ৮ টাকা

Astha Desk
জুলাই ১০, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে আমের কেজি ৮ টাকা

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারে সুস্বাদু আম্রপালি ও সূর্যপুরী পাকা আম বিক্রি হচ্ছে শুধুমাত্র ৮ টাকা কেজি দরে। এতে করে বিপাকে পড়েছেন স্থানীয় আম ব্যবসায়ীরা।

জানা গেছে, গতবছর যেখানে জনপ্রিয় সূর্যপুরী আম প্রতি মণ বিক্রি হয়েছে ১৬০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত। এ বছর ৩০০ থেকে ৪০০ টাকা মণ দরে আম নেওয়ার মতো ক্রেতাও পাচ্ছেন না। ফলে বিপুল লোকসানের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের।

আম বিক্রি করতে না পেরে কমদামে আমের চালান ছেড়ে দিয়েও মিলছে না রেহাই। সবশেষে পচে গিয়ে নষ্ট হচ্ছে মণকে মণ আম। তাই শুধুমাত্র ৮ থেকে ১০ টাকা কেজি দর পেলেই পাকা আম বিক্রি করে দিচ্ছেন তারা।

ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের তথ্যমতে, ঠাকুরগাঁও জেলায় এই মৌসুমে প্রায় ৪ হাজার ৭শ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে ১৪ টন আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়। তবে এই লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ।

আম ব্যবসায়ীরা বলছেন, বাজারে প্রতিদিন পর্যাপ্ত আম আমদানি হলেও তেমন ক্রেতার সমাগম নেই। এক দুইদিন অবিক্রিত থাকলেই নরম হয়ে পেকে যাচ্ছে আমগুলো। পাকা আম বাইরের ক্রেতারা আর নিতে চাননা, তাই কোনো মতে ৭ থেকে ৮ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।

আম ব্যবসায়ী রফিকুল বলেন, সকালে ২০ ক্রেট আম নিয়ে এসেছি। দুপুর পর্যন্ত একটাও বিক্রি করতে পারিনি। আজ আর বড় পাটি পাওয়া যাবে না। কাল সকালে বিক্রি করতে না পারলে এই আমগুলো নষ্ট হয়ে যাবে।

তবে পাইকারি বাজারে দাম কম হলেও খুচরা বাজারে এর সুফল মিলছে না বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। খুচরা বাজারে নিয়মিত ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে সূর্যপুরী, আম্রপালিসহ স্থানীয় বিভিন্ন জাতের আম।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ে এবছর আমের গাছগুলোতে প্রচুর মুকুল এসেছিলো। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসায় আমের ব্যপক উৎপাদন হয়েছে। তাই এবার আমের বাজার দরটা কম। এছাড়াও ঢাকার বড় বড় আমের বাজারগুলোতে প্রান্তিক চাষিরা সহজে নিজেরা আম পাঠাতে পারলে হয়তো তারা কিছুটা ভালো দাম পেতো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০