আন্তর্জাতিক ডেস্ক:
সমুদ্র কিছুটা উত্তাল ছিল। জাহাজের ইঞ্জিনে বিদ্যুতের গোলযোগ হয়। নরওয়ের কাছে একদিকে কাত হয়ে যায় নেদারল্যান্ডসের জাহাজটি।
পণ্যবাহী জাহাজটিতে সাড়ে তিন শ, টন অপরিশোধিত তেল, ৫০ টন ডিজেল ছিল। জাহাজটির দাম ৭০ লাখ ইউরো।জাহাজে ছিলেন ১২ জন নাবিক। তারা এসওএস পাঠান। কয়েকজন জাহাজ থেকে সমুদ্রে নেমে পড়েন।
এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড তৎপর হয়ে খোঁজ শুরু করে। হেলিকপ্টারও খোঁজে। দেখা মেলে পণ্যবাহী জাহাজের।
কিছু নাবিক সমুদ্রে নেমে পড়েছিলেন। কয়েকজন জাহাজের ডেকে ছিলেন। সব নাবিককে উদ্ধার করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটি তীরে নিয়ে আসা যাবে।
সূত্র : ডয়েচে ভেলে
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।