ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন এইচপির ইংলিশ কোচ

News Editor
  • আপডেট সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১০৭২ বার পড়া হয়েছে

আগেই জানা ভিসা বিভ্রাটের কারণে তিনি সঠিক সময়ে আসতে পারেননি। তাই টবি র‌্যাডফোর্ডকে ছাড়াই শুরু হয়েছে হাই পারফরমেন্স ইউনিটের (এইচপি) প্র্যাকটিস।

এদিকে বিসিবি প্রেসিডেন্স কাপে নাজমুল হোসেন শান্ত’র দলের কোচের দায়িত্বও পেয়েছেন টবি র‌্যাডফোর্ড। এ কারণে আর দেরি নয়, এরই মধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন এ ইংলিশ কোচ।

অনেক কেঁদেছেন সুয়ারেজ

সব কিছু ঠিক থাকলে কাল রোববার ভোরেই রাজধানীর হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবেন তিনি। এরই মধ্যে যুক্তরাজ্যর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন টবি র‌্যাডফোর্ড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গালফ এয়ারের লন্ডন-ঢাকা ফ্লাইটে করেই তিনি বাংলাদেশে আসছেন। টবি র‌্যাডফোর্ড নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘বাংলাদেশ – হেয়ার আই কাম।’

আগামীকাল ১১ অক্টোবর রোববার ভোর ৪ টা ৪০ মিনিটে টবি র‌্যাডফোর্ডকে বহন করা বিমানের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এইচপির কোচ হিসেবে নিয়োগ পাওয়ার আগে টবি আলেকজান্ডার র‌্যাডফোর্ড দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে। খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড জাতীয় দলে জায়গা পাননি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কেবল ১৪টি। লিস্ট ‘এ’ খেলেছেন কেবল ৬টি।

ঢাকায় আসছেন এইচপির ইংলিশ কোচ

আপডেট সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০

আগেই জানা ভিসা বিভ্রাটের কারণে তিনি সঠিক সময়ে আসতে পারেননি। তাই টবি র‌্যাডফোর্ডকে ছাড়াই শুরু হয়েছে হাই পারফরমেন্স ইউনিটের (এইচপি) প্র্যাকটিস।

এদিকে বিসিবি প্রেসিডেন্স কাপে নাজমুল হোসেন শান্ত’র দলের কোচের দায়িত্বও পেয়েছেন টবি র‌্যাডফোর্ড। এ কারণে আর দেরি নয়, এরই মধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন এ ইংলিশ কোচ।

অনেক কেঁদেছেন সুয়ারেজ

সব কিছু ঠিক থাকলে কাল রোববার ভোরেই রাজধানীর হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবেন তিনি। এরই মধ্যে যুক্তরাজ্যর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন টবি র‌্যাডফোর্ড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গালফ এয়ারের লন্ডন-ঢাকা ফ্লাইটে করেই তিনি বাংলাদেশে আসছেন। টবি র‌্যাডফোর্ড নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘বাংলাদেশ – হেয়ার আই কাম।’

আগামীকাল ১১ অক্টোবর রোববার ভোর ৪ টা ৪০ মিনিটে টবি র‌্যাডফোর্ডকে বহন করা বিমানের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এইচপির কোচ হিসেবে নিয়োগ পাওয়ার আগে টবি আলেকজান্ডার র‌্যাডফোর্ড দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে। খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড জাতীয় দলে জায়গা পাননি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কেবল ১৪টি। লিস্ট ‘এ’ খেলেছেন কেবল ৬টি।