ঢাকা শহরে বিএনপির অবরোধ
স্টাফ রিপোর্টারঃ
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধের ১ম দিন চলছে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর।
অবরোধের প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে মিছিল এবং জনকণ্ঠ ভবনের সামনে টায়ার জ্বালিয়ে দুপুর ১২টার দিকে
বিক্ষোভ করেছে বিএনপি।
বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিএনপি নেতাকর্মী। এসময় সরকার বিরোধী স্লোগান ও অবরোধ সফলের স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।
একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।