DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তারেক হত্যা মামলার মূল হোতা ফারুক গ্রেফতার

News Editor
জুন ১৬, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

তারেক হত্যা মামলার মূল হোতা ফারুক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের খাঁ পাড়া গ্রামে ছুরিকাঘাতে তারেক হাসান (২৫) নামের এক শিক্ষার্থীকে হত্যার মূল কিলার ফারুককে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৬ জুন) মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাকে বগুড়া জেলার দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মামুন ও জসিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। জানা যায়, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের জেরে গত ৫ জুন দুপুরে কলেজ শিক্ষার্থী তারেককে (২৮) গুরুতর আহত করে ফারুক ।

আরো পড়ুন :  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

এসময় তারেককে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১জুন রাতে তার মৃত্যু হয়। তারেক ঢাকার একটি কলেজে আইটি প্রোগ্রামিংয়ে লেখাপড়া করত। করোনায় কলেজ বন্ধ থাকায় বাড়ীতে পরিবারের সাথে অবস্থান করছিলেন।

ঘটনার দিন তাকে একটি ঘরের মধ্যে আটকে রেখে ফারুক উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে। এর আগে ৬ জুন তারেকের মা তাহেরা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ফারুক,ছামছুল, জলিল,পারুল,পারভীন ও ফাহিমাদের আসামি করা হয়।

এরপর ওই মামলায় তারেক ব্যতীত ৪ জন আদালতে হাজির হয়ে জামিন নিলেও ফারুক পলাতক ছিল। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম মেহেদী হাসান, তারেক হত্যা মামলার মূল হোতা ফারুককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরো পড়ুন :  খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]