DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

থ্রিলারে পিএসজির অবিশ্বাস্য জয়

DoinikAstha
এপ্রিল ১৯, ২০২১ ৬:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :

লিগ ওয়ানের ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। শেষ মুহূর্তের নাটকীয়তায় সেইন্ট এতিয়েনের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিসিও পচেত্তিনোর দল। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা লিলের চাইতে মাত্র ১ পয়েন্ট দূরত্বে চলে এসেছে প্যারিসের জায়ান্টরা।

নিষেধাজ্ঞার কারণে এদিন নেইমারকে ছাড়াই মাঠে নামে পিএসজি। ভাগ্য সহায় থাকলে ২৯তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু পাবলো সারাবিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন দানিলো।

বিরতির পরও একইভাবে চলতে থাকা ম্যাচ। সবাই যখন ধরে নিয়েছিলো ড্র এই ম্যাচের সম্ভাব্য ফল, তখনই ৭৭তম মিনিটে মেলে প্রথম গোলের দেখা। বাঁ দিক থেকে মিগুয়েল ত্রাওকোর দারুণ ক্রসে স্লাইড করে গোল করেন এতিয়েনের দোনি বোয়াঁগা।

পিছিয়ে পড়ার মাত্র দুই মিনিট পরই সমতা টানেন কিলিয়ান এমবাপ্পে। মাঝমাঠ থেকে আন্দ্রে হেরেইরার উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। বিশ্বকাপ জয়ী এই তারকা ডি-বক্সে একা ঢুকে পড়ায় গোলরক্ষক তাকে ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বোয়াঁগার ডান পায়ের কোনাকুনি শট গোররক্ষক সার্জিও রিকো ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি। ছুটে যাওয়া বলে টোকা দিয়ে জালে পাঠান আমুমা। ফলে ঘরের মাঠে আবারো পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় পিএসজি।

তবে ছয় মিনিট যোগ করা সময়ের একদম আগের মিনিটে ব্যবধান গড়ে দেন ইকার্দি। ডান দিক থেকে ডি মারিয়ার ক্রস থেকে হেড করে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসান এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

লিগে ৩৩ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে পিএসজির বর্তমান পয়েন্ট ৬৯। গত শুক্রবার মোঁপেলিয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করা লিল সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে।

আরো পড়ুন :  কিশোগরগঞ্জে বত্রিশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১