DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণাঞ্চলে ২৩ সেপ্টেম্বর রোডমার্চ করবে বিএনপি

Abdullah
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণাঞ্চলে ২৩ সেপ্টেম্বর রোডমার্চ করবে বিএনপি

স্টাফ রিপোর্টারঃ

দক্ষিণাঞ্চলে ২৩ সেপ্টেম্বর রোডমার্চ করবে বরিশাল বিএনপি। বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত ৮০ কিলোমিটার সড়কপথ অতিক্রম করবেন তারা। এছাড়াও পথে পথে একাধিক পথসভা করবে দলটি। রোডমার্চ প্রস্তুতি কমিটির সভায় মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা আলোচনা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত রোডমার্চ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ। বিভাগের ৬ জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদকগন।

প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, আকন কুদ্দুসুর রহমান, আবু নাসের রহমত উল্লাহ, আবুল হোসেন খান, এবায়েদুল হক চাঁন, নুরুল ইসলাম নয়ন, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রমূখ।

প্রস্তুতি কমিটির সভায় বেগম সেলিমা রহমান বলেন, যারা লাঠি-বইঠা দিয়ে মানুষ মারে তাঁরাই বিভিন্নভাবে সহিংসতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছেন। ব্যর্থ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আরেকবার ক্ষমতায় আসতে চাইছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে রোডমার্চ পালন করবে।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল ও পটুয়াখালীর সীমানা পায়রা সেতুর (লেবুখালী) উত্তর পাশ (শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে) থেকে রোডমার্চ শুরু হবে। ২৫ কিলোমিটার অতিক্রম করে পৌঁছাবে নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায়। সেখান থেকে ঝালকাঠী হয়ে চলে যাবে পিরোজপুর শহরে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১