DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২১শে জানুয়ারি ২০২৫
ঢাকামঙ্গলবার ২১শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় ব্রীজের ঢালে বিশাল গর্ত, ইশা ছাত্র আন্দোলনের কর্মীরা মেরামতে ব্যস্ত

DoinikAstha
আগস্ট ২৩, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

এম বাহাউদ্দীন নোমান, দশমিনা উপজেলা প্রতিনিধি :- দশমিনা সদরের নতুন ব্রীজের পূর্ব ঢালে দীর্ঘদিন যাবৎ একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। যার ফলে ভোগান্তিতে পরেন যানবাহন শ্রমিক-সহ হাজার হাজার জনগণ। ইশা ছাত্র আন্দোলন দশমিনা উপজেলার সভাপতি মোঃ ইমাম হোসাইন এর নেতৃত্বে দশমিনা সদরের নতুন ব্রীজের ঢালের বিশাল এই গর্তটি ভরাট এবং দশমিনা সদর ইউনিয়ন ও বহরমপুর ইউনিয়নের যৌথ উদ্দ্যেগে সাইকেল র্যালী-সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

“স্বচ্ছ, দক্ষ ও জবাদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলাম-ই কার্যকর পন্থা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর গৌরবময় পথচলার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইশা ছাত্র আন্দোলন দশমিনা উপজেলা শাখার উদ্যোগে অদ্য ২৩ আগস্ট’২১ রোজ সোমবার সকাল ১১টায় দশমিনা নতুন ব্রীজের ঢালে বিশাল গর্ত ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করেন, উপজেলা শাখার নেতা কর্মীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলার সভাপতি মোঃ মজিবুর রহমান আজবাহার প্যাদা।তিনি বলেন, যখন দেশের প্রচলিত ছাত্র সংগঠন গুলো ব্যস্ত খুন, গুম, চাঁদাবাজি,টেন্ডারবাজী,হল দখল ও ধর্ষণের মত জঘন্য অপরাধে, সে সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছেলেরা ব্যস্ত জনতার কল্যাণে।

কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন বাললাদেশ দশমিনা উপজেলা শাখার, সংগ্রামী সেক্রেটারি হাঃ মাওঃ ইব্রাহীম খলিল, জয়েন্ট সেক্রেটারি, মাওঃ রুহুল আমিন, ইশা ছাত্র আন্দোলন দশমিনা উপজেলা শাখার সহ-সভাপতি, মোঃ রাজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক,মোঃ হাসান মাহমুদ, স্কুল বিষয়ক সম্পাদক,মোঃ ইমরান হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ মাসুদউর রহমান প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১৩
  • ৪:০০
  • ৫:৪০
  • ৬:৫৬
  • ৬:৪৩