দীঘিনালায় বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃখাগড়াছড়ির দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের মাঝে পানি বাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ন্যাত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন। এসময় শিশু, নারীসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা নিতে আসে।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও ওষুধ পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষ। বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপ দেখা যাওযার পর স্বাস্থ্য সেবা উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, ৫ ফিল্ড এম্বুলেন্সের লে. কর্নেল রাকিবুল ইসলাম, গাইনী চিকিৎসক লে. কর্নেল ডা: সেতারা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা: আসিফ রোবায়েত, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা: সাবিনা, ক্যাপ্টেন ডা: রাকিব, ডা: আশুতোস চাকমা, জোনের ক্যাপ্টেন মোমিন শিহাব প্রমুখ।