বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ প্রতিনিধি : ২০ অক্টোবর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের এক সভায় তারাটিয়া দলের কার্যালয় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুর রহমান ছানা। এতে সভাপতিত্ব করেন আফজালুল মুজিব শামন।
বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ক্রিয়া ও যুব বিষয়ক সম্পাদক নাঈম রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইস্তিয়াক হোসেন দিদার , সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দীন আহমেদ। নির্বাচনী আলোচনা সভায় নেতাকর্মী অংশ নেয় । আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য সানোয়ার হোসেন জ্যোতি, শাহিনুর রহমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আসলাম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ লিটু সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।