দেশের পথে ৫ মার্কিন নাগরিক
আন্তর্জাতিক ডেস্কঃ
বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইরানের কারাগারে থাকা পাঁচ মার্কিন নাগরিক নিজ দেশে ফিরে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ায় থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার দোহার ব্যাংকে পৌঁছানোর পর কাতারের ১ টি বিমানে ৪ জন পুরুষ ও ১ জন নারী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রৌওনা হয়ে গেছে। এই ৫ জনের কাছে ইরানি পাসপোর্টও রয়েছে। সূত্র-রয়টার্স।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়, এই ৫ বন্দীকে উপসাগরীয় রাষ্ট্র কাতারের মধ্যস্থতায় হওয়া একটি বন্দী বিনিময় চুক্তির অংশ হিসাবে মুক্তি দেয়া হয়েছে। যার বিনিময়ে ইরান তার আটক থাকা ৬ বিলিয়ন ডলার ফিরে পাবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে মার্কিন কারাগারে বন্দী ৫ ইরানিকেও মুক্তি দেয়া হবে।
বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সিয়ামক নামাজির মা এফি নামাজি ও মোরাদ তাহবাজের স্ত্রী ভিদা তাহবাজ- যারা এর আগে ইরান ত্যাগ করতে অক্ষম ছিলেন, তারাও ইরান থেকে দোহা যাওয়ার বিমানে ছিলেন। যুক্তরাষ্ট্রে ফেরার আগে তাদের সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কাতার সরকারের একটি বিমানে তেহরান থেকে দোহায় নিয়ে যাওয়া হয়।
সোমবার ৫ মার্কিন নাগরিকের মুক্তির পর দোহায় অবতরণের কিছুক্ষণ আগে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ৫ জন নিরপরাধ আমেরিকান যারা ইরানে বন্দী ছিল, তারা অবশেষে দেশে ফিরে আসছেন।
আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক বছর ধরে জটিল এক পরোক্ষ আলোচনার পর বন্দীদের মুক্তি দেয়া হলো। সূত্র-রয়টার্স।