DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেশে সন্ত্রাসবিরোধী গণজাগরণ সৃষ্টি হয়েছে: জাসদ

News Editor
অক্টোবর ১০, ২০২০ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দেশে সন্ত্রাস-ব্যাভিচারবিরোধী গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণ, লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনের তিনি এ কথা বলেন।

ইভটিজিং-ধর্ষণ ঠেকাতে নেতাকর্মীদের পাহারার নির্দেশ ছাত্রলীগ সভাপতির

নাজমুল হক প্রধান বলেন, দেশে সন্ত্রাস-ব্যাভিচারবিরোধী গণজাগরণ সৃষ্টি হয়েছে। এটা দমনের চিন্তা কেউ যেন না করে।

তিনি বলেন, ধর্ষকদের উপযুক্ত বিচার না হলে জনগণ মানবে না। মুখে জিরো টলারেন্স বলে, বাস্তবে আপস করলে সরকার জিরো হয়ে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম-সাধারণ সম্পাদক করিম সিকদার, স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু।

উপস্থিত ছিলেন নাসিরুল হক নওয়াব, বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর (পূর্ব) এর সভাপতি আসাদুজ্জামান জাকির, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ।

এছাড়া জাতীয় যুবজোট আশফাকুর রহমান সবুজ, নারায়নগঞ্জ জেলা বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক সোলেমান দেওয়ান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি মো. শাহজাহান আলী সাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান রাহাত উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন গৌতমশীল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮