DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জনের মৃত্যু

DoinikAstha
জানুয়ারি ২৭, ২০২১ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩.৩৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭২ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ২০০ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৯৩২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭২০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৬ লাখ ৫০৮টি।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। তারা জানায়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৫০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৯ শতাংশ।

নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ আট এবং নারী ৯ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ১১৫ জন বা ৭৫ দশমিক ৭৬ শতাংশ এবং নারী এক হাজার ৯৫৭ জন বা ২৪ দশমিক ২৪ শতাংশ।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪