DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আস্থার আলাপনে ম্যাক আপেল

Abdullah
সেপ্টেম্বর ৮, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক আস্থার আলাপনে ম্যাক আপেল

 

আস্থা ডেস্কঃ

তরুণ প্রজন্মের এক জনপ্রিয় সংগীত শিল্পীর নাম ম্যাক আপেল। চ্যানেল আই সেরাকন্ঠ (২০১৭) থেকে অভিষেক তার। স্টেজ এবং মৌলিক গানের মাধ্যমে করেছেন দর্শকদের হৃদয় জয়। আজকের দৈনিক আস্থা’র এই আয়োজনে আমাদের সাথে আছেন ম্যাক আপেল। চলুন হয়ে যাক কিছু গল্প কথা। সাথেই থাকুন।

জান: কেমন আছেন?

ম্যাক: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?

জান: আছি ভাই। সব মিলিয়ে কেমন চলছে দিনকাল?

ম্যাক: সব মিলিয়ে ভালোই চলছে। কিছু কাজের ব্যস্ততা এবং স্টেজ আর পরিবার নিয়ে ভালোই চলছে সময়।

জান: আমরা জানি, আপনি চ্যানেল আই সেরাকন্ঠের একজন ফাইনালিস্ট। অভিজ্ঞতাগুলো বলবেন কী?

ম্যাক: অভিজ্ঞতার ব্যাপার হলো যে এটা তো বিশাল বড় একটা জার্নি ছিলো প্রায় সাত মাস। এটা ছিলো আমার জন্য একটা বড় পরীক্ষা। আমি আমার লাইফে কখনো এতো বড় এক্সামের মধ্যে যাই নি। এর মধ্যে নতুন নতুন মানুষের সাথে পরিচয়। আর সবচেয়ে ভালো দিক যেটা ছিলো সেটা হলো দেশের কিংবদন্তি শিল্পীদের সান্নিধ্যে যেতে পারাটা, তাদের সামনাসামনি দেখতে পারাটা, তাদের সামনে গাইতে পারাটা, তাদের কাছ থেকে কিছু শিখতে পারাটা। আর ক্যাম্পের ব্যাপারটা ছিলো আরও অসাধারণ। প্রথম দিকে আমাদের যে বন্ডিংটা ছিলো শেষের দিকে তা আরও দৃঢ় হয়। আমরা সবাই একটা অকৃত্রিম বন্ধনে আবদ্ধ হয়ে গেছিলাম যদিও সবাই সবার প্রতিদ্বন্দী। সব মিলিয়ে বলতে গেলে সেরাকন্ঠের যাত্রাটা ছিলো অন্যরকম শিক্ষাবহুল ও মায়ায় জড়ানো।

জান: আপনার কাছে কী মনে হয়, গান করে একজন জীবন ও জীবিকার প্রয়োজন মেটাতে পারবে?

ম্যাক: দেখেন জীবন ও জীবিকার প্রয়োজন বিভিন্নভাবেই মেটানো সম্ভব। রিজিকের মালিক আল্লাহ তা’য়ালা। একজন মানুষ যখন দুনিয়ায় আসে তখন সে রিজিক নিয়েই আসে। গান বলেন আর যে কোনো মাধ্যমেই জীবিকা নির্বাহ করা যায়। গান করে অবশ্যই জীবন ও জীবিকার প্রয়োজন মেটানো সম্ভব।

জান: এবার একটু ভিন্ন প্রশ্ন করি, বাংলাদেশে কেনো একজন অরিজিৎ সিং হয় না কেনো একজন লেডি গাগা হয় না?

ম্যাক: এখন অরিজিৎ সিং বলেন আর লেডি গাগাই বলেন প্রত্যেক মানুষই স্বতন্ত্র। আপনি যেটা বলতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। কেউ কারও মতো হয় না। কিন্তু আপনি যে এ্যাঙ্গেলে বলেছেন সেদিক থেকে বলতে গেলে তাদের বড় একটা ইন্ডাস্ট্রি আছে বড় একটা আইডেন্টিটি আছে। আমাদের সেটা নেই। আমি তো অর্থনীতির ছাত্র, আমি বাজেট দেখতাম। এখন আর তেমন দেখা হয় না যেহেতু পড়াশুনা অনেক আগেই শেষ হয়ে গেছে। বাজেট যখন দেখতাম তখন বাজেটে সবচেয়ে কম অর্থ রাখা হতো কালচারালের জন্য। আমাদের কোনো সরকারি সাপোর্ট দেয়া হয় না।যা দেয়া হয় তা আমাদের পর্যন্ত আসে না। আমরা যা করি তার সবটাই বা মুষ্টিমেয় অংশই ব্যক্তিগত উদ্যোগে। আবার আমরা নিজেরাও প্র্যাক্টিস করতে চাই না।

জান: শিল্পীর সবচেয়ে বড় গুণ কোনটা আপনি মনে করেন?

ম্যাক: শিল্পীর সবচেয়ে বড় গুণ শুধু শিল্পীর ক্ষেত্র না সবার ক্ষেত্রেই আগে ভালো মানুষ হতে হবে। আগে ভালো মানুষ হতে হবে।

জান: জীবনের কাছে আপনি কী প্রত্যাশা করেন সবচেয়ে বেশী?

ম্যাক: ফিউচার নিয়ে আমি মাথা ঘামাই না, এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। আমার কাছে ফিউচার ব্যাপারটাই অদৃশ্য। পাঁচ মিনিট পর কী হবে আমি তো তা-ই জানি না। আমি বর্তমান নিয়ে ভাবি ও চলি। তবে আমি শেষ পর্যন্ত সুস্থ ও ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই৷

জান: আপনার পারিবারিক জীবন সম্পর্কে কিছু বলুন।

ম্যাক: আমার পরিবারে আমিই একমাত্র ব্যক্তি যে মিউজিক রিলেটেড। আমাদের পরিবারটা হাজী পরিবার। আমাদের পরিবারে সায়েন্টিস্ট ডক্টর প্রকৌশলী সবই আছে। শুধু মাত্র আমিই একজন ব্যক্তি যে মিউজিকের সাথে আছে। আমার এই কথাগুলো অনেক লম্বা। হয়তো কোনো একদিন সফলতার স্টেজে বলবো। তবে আমি আমার পরিবার নিয়ে সন্তুষ্ট। সবার বিরুদ্ধে কাজ করলেও ভালো লাগে এটা ছোট খাটো যুদ্ধের মতো। এখন আমার নিজেরও একটা পরিবার আছে। প্রায় এক বছর হয়ে গেলো আমার বিবাহিত জীবনের। এক বছরের মধ্যে আল্লাহ তা’য়ালা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভালো আছি।

জান: আপনি কী মনে করেন আগামী পাঁচ বছর পর দেশের অডিও ইন্ডাস্ট্রিতে ভালো ব্যবসা হবে?

ম্যাক: ব্যবসা তো হচ্ছেই। আগেও হয়েছিলো। ভবিষ্যতেও হবে।

জান: আপনার কাছে ভালোবাসার ডেফিনিশন কেমন?

ম্যাপ: হা হা হা। এক কথায় বলতে গেলে ভালোবাসা হলো দায়বদ্ধতা। এক কথায় বলে দিলাম।

জান: সেরাকন্ঠে যখন ছিলেন তখন সবচেয়ে দুষ্ট আর সবচেয়ে শান্ত আর সবচেয়ে বুদ্ধিমান কে ছিলো?

ম্যাক: হা হা হা। আমি খুব শান্ত ছিলাম। দুষ্টদের মধ্যে ছিলো তরীক মৃধা, তিন্নিও ছিলো খুব দুষ্টুমি করতো। শান্তদের মধ্যে ছিলো আমি আর ফাতেমা, ও কুয়েত থেকে এসেছিলো। সবচেয়ে বুদ্ধিমান বলাটা মুশকিল। সবাই তো এখানে বুদ্ধির খেলাই খেলতে গেছিলাম। তবে আদিবা আর তৃষা ছিলো বুদ্ধিমান। ওরা খুব টেকনিকালি গান গায়।

জান: আগামী দশ বছর পর নিজেকে কেমন দেখতে চান?

ম্যাক: এটার কোনো নিশ্চয়তা নেই। ভবিষ্যৎ নিয়ে তেমন ভাবি না। তবে ভালো মানুষ হয়েই থাকতে চাই।

জান: আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো আপনার কাছে?

ম্যাক: খুব ভালো লাগলো। মন খুলে কথা বলতে পারলাম। দৈনিক আস্থা’র জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা এবং শুভকামনা।

জান: দৈনিক আস্থা’র পক্ষ থেকে আপনাকেও জানাই শুভেচ্ছা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪