দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে মিলছে না আঙুলের ছাপ, বিড়ম্বনায় ভোটাররা
- আপডেট সময় : ০৭:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১০৭৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:কনকনে ঠান্ডার মধ্যেও কাঠের ক্রেচে ভর দিয়ে ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী চান মিয়া। কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় পরপর দুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। তাই ভোট না দিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন ষাট বছর বয়সী এ বৃদ্ধ।
ভোট দিতে না পেরে আক্ষেপের সুরে প্রতিবন্ধী চান মিয়া বলেন, “দুইবার ভোট দিতে গেলাম। কিন্তু মেশিনে আঙুলের ছাপ উঠে না। ভোটকেন্দ্র থেকে বলছে বাড়ি থেকে সাবান-পানি দিয়ে আঙুল পরিষ্কার করে আসতে। আমি হাঁটাচলা করতে পারি না। ভোটকেন্দ্র অনেক খোঁজাখুঁজি করেও সাবান-পানি পেলাম না। তাই বাড়ি ফিরে যাচ্ছি।”
ভোটকেন্দ্রের দায়েত্বে থাকা সংগীতা রানী জানান, প্রতিবন্ধী চান মিয়া দুইবার ভোট দিতে এসেছেন। বারবার চেষ্টা করেও তার আঙুলের ছাপ মেলানো যায়নি। তাই তাকে বাড়ি গিয়ে সাবান-পানি দিয়ে আঙুল পরিষ্কার করে আসতে বলা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে ময়মনসিংহের ফুলবাড়িয়া ও মুক্তাগাছ পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
















