DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের গণসংযোগে আবারও হামলা

News Editor
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-৫ সংসদীয় আসনে আসন্ন উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের গণসংযোগে আবারও হামলার ঘটনা ঘটেছে। পূর্বঘোষিত স্পট আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অনুসারীরা দখলে নিলে কর্মসূচি সম্পন্ন করতে পারেননি ধানের শীষের প্রার্থী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর সায়দাবাদ আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সামনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিনের কর্মী-সমর্থকরা পূর্বঘোষিত গণসংযোগ কর্মসূচি পালন করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা বাজার কিছুক্ষণ আগেই যাত্রাবাড়ী বিএনপি নেতা আতিক উল্লাহ আতিক, মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এরমধ্যে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, সভাপতি গিয়াস উদ্দিন গেসু, যুগ্ম সম্পাদক মো. মোহসীন, ডাকাত কালামসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর অনুসারীরা হামলা চালায়।

এতে সাহলাহউদ্দিনের অনুসারীরা পিছু হটে। এসময় ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে মনুর সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবস্থান নেয়।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে অংশ নিয়েছি: সালাহউদ্দিন

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন অভিযোগ করে ব্রেকিংনিউজকে বলেন, ‘আমাদের পূর্ব ষোষিত কর্মসূচিতে আওয়ালী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এতে কয়েকজন আহত হয়। তারা গতকালও হামলা চালিয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকতে ধানের শীষের প্রার্থীর সার্বিক নিরাপত্তাসহ নির্বাচনে প্রাচারে সুষ্ঠু পরিবেশ যেন নিশ্চিত করা হয়।’

এদিকে ঘটনাস্থলে দুপুর পৌনে ১২টার দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচনী এলাকা কদমতলী থানা ৬১ নং ওয়ার্ড কুদারবাজার এলাকায় গণসংযোগ চালানোর সময় সালাহউদ্দিন আহমেদের গণসংযোগে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালালে নির্বাচনী প্রচারণা সেলের সিনিয়র সাংবাদিক মঞ্জুর মিলনসহ অন্তত ১০ জন আহত হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১