ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস Logo রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো উড়োজাহাজ, নিহত ২ Logo হাসপাতালে সংস্কার উদ্যোগে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

ধামইরহাটে অবৈধ স্থাপনা নির্মাণে প্রশাসনের অভিযান, ফসলি জমির মাটি বিক্রিতে জরিমানা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে বাড়িঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ফসলি জমির টপসয়েল বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হরিতকীডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

ছবিঃ দৈনিক আস্থা

জানা গেছে, ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা এলাকার মৃত মো. আলীর ছেলে মুকতার হোসেন মহব্বতপুর মৌজার ১০১ নং দাগের সরকারি খাস খতিয়ানের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর একাধিকবার নিষেধ করা হলেও তিনি কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যান।

পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম অভিযান চালিয়ে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ প্রদান করে। পাশাপাশি এসিল্যান্ড অফিসের সার্ভেয়ারকে অভিযুক্ত দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে, সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার তেলীপাড়া এলাকায় ফসলি জমির উর্বর টপসয়েল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত রানীনগর উপজেলার গহেলপুর গ্রামের নাসির আকন্দের ছেলে মিজানুর রহমান (২৭) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত হন।

ছবিঃ দৈনিক আস্থা

এ সময় তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে অভিযুক্ত মিজানুর রহমান ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজে না জড়ানোর অঙ্গীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারি খাস জমি দখল কিংবা ফসলি জমির উর্বর মাটি বিক্রি করে কৃষি জমির ক্ষতি করা গুরুতর অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

ধামইরহাটে সরকারি জমি দখল ও ফসলি জমির টপসয়েল বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে সন্তোষ ও সচেতনতা সৃষ্টি করেছে।

এমকে/আস্থা

ট্যাগস :

ধামইরহাটে অবৈধ স্থাপনা নির্মাণে প্রশাসনের অভিযান, ফসলি জমির মাটি বিক্রিতে জরিমানা

আপডেট সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে বাড়িঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ফসলি জমির টপসয়েল বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হরিতকীডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

ছবিঃ দৈনিক আস্থা

জানা গেছে, ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা এলাকার মৃত মো. আলীর ছেলে মুকতার হোসেন মহব্বতপুর মৌজার ১০১ নং দাগের সরকারি খাস খতিয়ানের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর একাধিকবার নিষেধ করা হলেও তিনি কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যান।

পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম অভিযান চালিয়ে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ প্রদান করে। পাশাপাশি এসিল্যান্ড অফিসের সার্ভেয়ারকে অভিযুক্ত দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে, সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার তেলীপাড়া এলাকায় ফসলি জমির উর্বর টপসয়েল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত রানীনগর উপজেলার গহেলপুর গ্রামের নাসির আকন্দের ছেলে মিজানুর রহমান (২৭) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত হন।

ছবিঃ দৈনিক আস্থা

এ সময় তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে অভিযুক্ত মিজানুর রহমান ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজে না জড়ানোর অঙ্গীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারি খাস জমি দখল কিংবা ফসলি জমির উর্বর মাটি বিক্রি করে কৃষি জমির ক্ষতি করা গুরুতর অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

ধামইরহাটে সরকারি জমি দখল ও ফসলি জমির টপসয়েল বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে সন্তোষ ও সচেতনতা সৃষ্টি করেছে।

এমকে/আস্থা