DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

DoinikAstha
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো: এ কে নোমান, নওগাঁ:- নওগাঁ জেলার ধামইরহাটে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম মাছুম হোসেন (১৭), তিনি ধামইরহাট সরকারি এম এম কলেজের মানবিক বিভাগের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পৌরসভার হাটখোলা এলাকায় এক ভবনের নির্মাণকাজে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন মাছুম হোসেন। কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাৎক্ষণিকভাবে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাছুম হোসেন ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের বাসিন্দা। তার পিতা সাখাওয়াত হোসেন একজন কৃষক। মাছুম ছিলেন পরিবারের ছোট ছেলে এবং তার বড় বোন থাকায় পরিবারের অর্থনৈতিক সহায়তায় অংশ নিতে রাজমিস্ত্রির কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব ভাগাভাগি করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি তাকে জীবন থেকে ছিনিয়ে নিয়েছে।

মাছুমের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ধামইরহাট সরকারি এম এম কলেজের শিক্ষকরাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা জানান, মাছুম ছিল একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার অকাল মৃত্যুতে কলেজের পরিবেশে শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে একটি তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনায় এলাকায় বিদ্যুৎ লাইন এবং নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

মাছুমের মৃত্যুতে এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা যাচ্ছে। তারা দাবি করছেন, নির্মাণকাজে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে এমন আরও দুর্ঘটনা ঘটতে পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০