নওগাঁয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন করল আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৭:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১০৬৩ বার পড়া হয়েছে
আমিনুল জুয়েল, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরানখানি ও দোয়ার আয়োজন করে দলটি। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে তাঁর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নওগাঁ-৫ আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করলেন কাজী কেরামত আলী এমপি
অনুষ্ঠানে এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিশান, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার, সহ সভাপতি সোমা মজুমদার, সাধারন সম্পাদক লিপি সাহা, সাংগঠনিক সম্পাদক লাবনী সাহা, জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক মামুনুজ্জামান মামুন, জেলা যুব লীগের সভাপতি এ্যাড. খোদাদাত খান পিটু, সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্র লীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমূখ বক্তব্য দেন।


























